odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ডিএনসিসি'র পরিচ্ছন্নকর্মীর প্রাণহানি

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ১৮ December ২০২১ ০৫:৫৩

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ১৮ December ২০২১ ০৫:৫৩

 

ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২১ : রাজধানীর উত্তর বাড্ডা হোসেন মার্কেট এলাকায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ডিএনসিসি'র এক পরিচ্ছন্নকর্মী প্রাণ হারিয়েছেন। 
পরিচ্ছন্নকর্মী মো. আবুল হোসেন (৪৪) গাজীপুরের টঙ্গী পূর্ব থানার  চানকিরটেক (দত্তপাড়া) এলাকার মৃত মুসলেম হাওলাদারের পুত্র।
পুলিশ এ ঘটনায় কাভার্ডভ্যান চালক মোক্তার (৪০) ও হেলপার সোহেলকে (৩৩) আটক করেছে। কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়েছে।
বাড্ডা থানার  ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. গোমাম মোস্তফা জানান,  বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর উত্তর বাড্ডা হোসেন মার্কেট এলাকায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আবুল হোসেন আহত হন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা মোহাম্মদ রাসেল জানান, বৃহস্পতিবার রাতে কাজ শেষে আবুল হোসেন কাকরাইল থেকে টঙ্গীর বাসায় ফিরছিলেন।
 



আপনার মূল্যবান মতামত দিন: