odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

শাহজালালে ৩ কেজি সোনাসহ এক ইতালি প্রবাসী গ্রেফতার

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ২৫ December ২০২১ ০৭:২২

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ২৫ December ২০২১ ০৭:২২

 

ঢাকা, ২৪  ডিসেম্বর, ২০২১ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজি ৭০ গ্রাম সোনাসহ এক ইতালি প্রবাসী যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের (প্রিভেন্টিভ) টীমের সদস্যরা। শুক্রবার ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত যাত্রীর নাম আমরানুল হক। তিনি ইতালিয়ান পাসপোর্টধারী এবং নরসিংদীর রায়পুরা থানা এলাকায় তার বাড়ি। জব্দকৃত সোনার বর্তমান বাজারমূল্য এক কোটি ৮৪ লাখ টাকা।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে  শাহজালাল বিমানবন্দরে গ্রিন চ্যানেল এলাকায় তার লাগেজ স্ক্যানিং করে সোনার এ চালানটি আটক করা হয়।
সানোয়ারুল কবীর বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩৭ মিনিটে (টিকে-৭২২)  নম্বরের একটি ফ্লাইট হযরত  শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে অবতরণ করে। আর ওই বিমানের  যাত্রী ছিলেন আমরানুল হক।
পরে বিমানবন্দরের ইমিগ্রেশন শেষে গ্রীন চ্যানেল অতিক্রমকালে তার সঙ্গে থাকা লাগেজ স্ক্যানিং করে এসব সোনা পাওয়া যায়।
অবৈধভাবে প্রবাস থেকে সোনা দেশে আনার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান কাস্টমস হাউজের এই কর্মকর্তা।



আপনার মূল্যবান মতামত দিন: