odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

চট্টগ্রাম হালিশহরে গাউছে ছামদানীর (রা:)স্মৃতি সংসদের উদ্যোগে আজিমুশশান নুরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ৩ January ২০২২ ০৫:১৬

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ৩ January ২০২২ ০৫:১৬

 
চট্টগ্রাম অফিস. 
গত ৩১ডিসেম্বর রোজ শুক্রবার  চট্টগ্রাম হালিশহর থানা অন্তর গত ঈদগাঁ বৌ বাজার মসজিদ গলি রামপুর ২৫নং ওয়ার্ডে প্রিয় নবী (স:) ও গাউছে পাক (রহ:) এর স্বরনে আজিমুশশান নাতে রাসুল (স:) ও নুরানী মিলাদ মাহফিল গাউছে ছামদানীর (রা:)স্মৃতি সংসদের বতর্মান সভাপতি মুহাম্মদ আইয়ুব সওদাগরে সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।মাহফিলে প্রধান মেহমান হিসেবে  বয়ান পেশ করেন মাওলানা মুহাম্মদ মুফতি আলাউদ্দিন জিহাদি ।প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন মাওলানা মুহাম্মদ মোরশেদ আলম আনোয়ারী,গাউছে ছামদানীর (রা:) স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মাহবুব সুমনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট গবেষক ও বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ, বিশেষ মেহমান হিসেবে বয়ান পেশ করেন  মাওলানা মুহাম্মদ  লৎফুর রহমান, বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল ইসলাম,  গাউছে ছামদানীর (রা:)স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি হায়দার হাসান মিটু সহ কমিটির সকল সদস্য বৃন্দ


আপনার মূল্যবান মতামত দিন: