odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

রাশিয়ায় ফেসবুক-ইনস্টাগ্রাম নিষিদ্ধ

 আন্তর্জাতিক ডেস্ক  | প্রকাশিত: ২৩ March ২০২২ ০১:১৮

 আন্তর্জাতিক ডেস্ক 
প্রকাশিত: ২৩ March ২০২২ ০১:১৮

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে নিজ দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। সোমবার (২১ মার্চ) রুশ বার্তা সংস্থা তাসের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়, ফেসবুককে ‘সন্ত্রাসী’ সংগঠন আখ্যা দিয়ে ও‘উগ্রবাদ’-এ মদত দেওয়ার অভিযোগ এনে অনতিবিলম্বে রাশিয়ায় তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে মস্কোর একটি আদালত। 

অভিযোগ রয়েছে, কারও মৃত্যু কামনা করা ফেসবুকের নীতিবিরোধী হলেও সেই নীতিতে কিছুটা শিথিলতা দেখিয়েছিল যোগাযোগ মাধ্যমটি।  বিষয়টি ফাঁস হওয়ার পরই রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, খবরটি সত্যি হলে মেটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। অবশেষে সেই নিষেধাজ্ঞা এলো।

রায়ে বিচারক ওলগা সোলোপোভা বলেছেন, আমরা মেটার (ইনস্টাগ্রাম ও ফেসবুকের মূল সংস্থা) কার্যক্রম নিষিদ্ধ করার জন্য প্রসিকিউশনের অনুরোধ মঞ্জুর করছি।

রায়ে বলা হয়, ইনস্টাগ্রাম ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান বিষয়ক ‘মিথ্যা তথ্য’ মুছে ফেলার প্রায় ৪ হাজার ৬০০টি দাবি উপেক্ষা করেছে।  এছাড়া বেআইনিভাবে বিক্ষোভ করার আহ্বান মুছে ফেলার ১ হাজার ৮০০টি দাবি উপেক্ষা করেছে ইনস্টাগ্রাম।



আপনার মূল্যবান মতামত দিন: