odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

রাজধানীতে ভবন থেকে লাফিয়ে শিক্ষার্থীর মৃত্যু

| প্রকাশিত: ২৪ March ২০২২ ০০:১১


প্রকাশিত: ২৪ March ২০২২ ০০:১১

রাজধানীর শুক্রাবাদ এলাকা থেকে মো. আকাশ (২৪) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে ভবন থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন বলে তার বন্ধুরা জানিয়েছেন। আকাশ দুই মাস আগে বেসরকারি ড্যাফোডিল ইউনিভার্সিটির থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিষয়ে বিএসসি শেষ করে।

এই বিষয়ে মৃতের বন্ধু পংকজ বলেন, আকাশ শুক্রাবাদ নিউ মডেল ডিগ্রি কলেজের পাশে একটি ৪ তলা ভবনে মেসে থাকতেন। তার গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলায়। বাবার নাম রতন রায়।

আকাশের বন্ধু বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৩টা পর্যন্ত আমরা সজাগ ছিলাম। পরে আমি ঘুমিয়ে পড়ি। সকালে জানতে পারি, আকাশ ওই ভবনের নিচে পড়ে আছে।

পংকজ বলেন, তার মুখে হারপিকের গন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, সে হারপিক পান করে ৪র্থ তলা থেকে লাফিয়ে পড়ে মারা গেছে। তবে কী কারণে সে এ ঘটনা ঘটিয়েছে, সে ব্যাপারে আমরা কিছুই জানতে পারিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: