odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

রোববার ৩০ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

 নিজস্ব প্রতিবেদক  | প্রকাশিত: ২৭ March ২০২২ ০৯:২১

 নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ২৭ March ২০২২ ০৯:২১

পাইপলাইনের জরুরি কাজের জন্য রোববার (২৭ মার্চ) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত নারায়ণগঞ্জের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (২৬ মার্চ) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যেসব এলাকায় গ্যাস থাকবে না
গোদনাইল, এনায়েত নগর, বউ বাজার, লাকি বাজার, হাজিগঞ্জ, ওয়াবদাপুল, কাইয়ুমপুর, ফতুল্লা পোস্ট অফিস এলাকা, সস্তাপুর, জেলখানা এলাকা, হাজীগঞ্জ, শিবুপুর মার্কেট, পঞ্চবটি, মাইজদাইর, ইজদাইর, চাষাড়া, খানাপুর, কিল্লাপুর, তল্লা, কুতুবপুর, ধর্মগঞ্জ, তক্কার মাঠ, পাগলা, চিতাশাল, দেলপাড়া, জালকুড়ি, নয়ামাটি, দাপা ইদরাকপুর ও কুতুবপুর। এছাড়া, আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: