odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

 যে মামলায় গ্রেফতার ইশরাক

| প্রকাশিত: ৬ April ২০২২ ২৩:০৪


প্রকাশিত: ৬ April ২০২২ ২৩:০৪

দুই বছর আগে গাড়ি ভাঙচুরের এক মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

বুধবার (৬ এপ্রিল) সকালে মতিঝিল এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণের একটি অনুষ্ঠানে যোগ দেয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। লিফলেট বিতরণের সময় তাকে আটক করে মতিঝিল থানা পুলিশ। পরে গাড়ি ভাঙচুরের ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, মতিঝিল এলাকায় লিফলেট বিতরণের সময় ইশরাককে পুলিশ আটক করেছে। এখনও তিনি মতিঝিল থানায় আছেন। কেন তাকে আটক করা হয়েছে এই বিষয়ে আমরা এখনও কিছু জানি না।

এ বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এনামুল হক মিঠু বলেন, ২০২০ সালের গাড়ি ভাঙচুরের এক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: