odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

এবছর হজে যেতে পারবেন ৫৭ হাজার বাংলাদেশি

| প্রকাশিত: ১৪ April ২০২২ ০৫:২১


প্রকাশিত: ১৪ April ২০২২ ০৫:২১

 

নিজস্ব প্রতিবেদক 
বাংলাদেশ থেকে এবছর পবিত্র হজ পালনের জন্য যেতে পারবেন ৫৭ হাজার ৮৫৬ জন।বুধবার (১৩ এপ্রিল) ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এতথ্য জানিয়েছেন। 

ধর্ম প্রতিমন্ত্রীকে উদ্ধৃত করে এতথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসাইন।

মহামারি করোনার কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো গত দুইবার বাংলাদেশ থেকে কেউ হজ করতে পারিনি।

চলতি বছর মোট ১০ লাখ হজযাত্রীকে হজ করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এ জন্য মানতে হবে দুটি শর্ত। করোনা মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের বছর স্বল্পসংখ্যক হজযাত্রী সৌদিতে হজের অনুমতি পেয়েছিলেন।

গত শনিবার এক টুইটে এ ঘোষণা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে এবং পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকা লাগবে। আর সৌদির উদ্দেশে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে। স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে বর্ধিত হজযাত্রীর এই সংখ্যা কোটা অনুযায়ী দেশগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে।আর সেই হিসেবেই বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬জন হজ পালনের সুযোগ পাচ্ছেন।

মন্ত্রণালয় বলেছে, প্রত্যেক হজযাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হজ পালনের সময় তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষায় নেওয়া সব ধরনের পূর্বসতর্কতামূলক পদক্ষেপ মেনে চলতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন: