odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ওয়েব সিরিজ পরিচালনায় আসছেন পলাশ

| প্রকাশিত: ১৭ April ২০২২ ১০:৫৩


প্রকাশিত: ১৭ April ২০২২ ১০:৫৩

 

ব্যাচেলর পয়েন্টের সহকারী পরিচালক ও কাবিলা চরিত্রের অভিনেতা জিয়াউল হক পলাশ। অভিনয়ের পাশাপাশি পরিচালনায়ও দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। নিয়মিত বিজ্ঞাপন, নাটকের নির্দেশনা দেন। এবার ওয়েব সিরিজ পরিচালনায় আসছেন পলাশ। ওয়েব সিরিজ পরিচালনার বিষয়ে সময় সংবাদকে তিনি জানান, আগামী ঈদুল ফিতরের পরই ছয় পর্বের একটি ওয়েব সিরিজের নির্দেশনা দেবেন তিনি। কাজ এগিয়ে চলছে, কিছু কাজ এখনো বাকি আছে। সিরিজটিতে কে কে অভিনয় করবেন–জানতে চাইলে এ বিষয়ে কিছু জানাননি তিনি।

ব্যাচেলর পয়েন্টের কাবিলা চরিত্রকে জীবন্ত করে ফুটিয়ে তুলেছেন জিয়াউল হক পলাশ। মানুষ এখন পলাশকে কাবিলা নামেই বেশি চেনেন। ব্যাচেলর পয়েন্ট ছাড়াও বিভিন্ন জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি একটি বিজ্ঞাপন নির্মাণের সময় কথা হয় সময় সংবাদের সঙ্গে। এ সময় তিনি জানান, অনেকদিন ধরেই বিজ্ঞাপন ও নাটক বানাচ্ছেন। তবে অনেক আগে থেকেই সিনেমা বানানোর ইচ্ছা জিয়াউল হক পলাশের। ব্যাচেলর পয়েন্টের কাবিলা চরিত্রটি তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলেছেন পলাশ।

অভিনয় দক্ষতার পাশাপাশি নির্দেশক হিসেবেও সমান দক্ষতা রয়েছে জিয়াউল হক পলাশের। অবশ্য এই অভিনেতা কর্মজীবন শুরু করেন পরিচালক হিসেবে। তিনি প্রায় দুই বছর মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে কাজ করেন। বর্তমান সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয়ের পাশাপাশি সহকারী নির্দেশকও তিনি। এ ছাড়াও তিনি 'এক্স বয়ফ্রেন্ড', 'এক্স গার্লফ্রেন্ড', 'ব্যাচেলর ঈদ', 'ব্যাচেলর ট্রিপ', 'মি অ্যান্ড ইউ', 'ইনকমপ্লিট', 'মুঠোফোন'সহ আরও অনেক নাটকে অভিনয় করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: