odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

জাপানের মধ্যাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ৪৫

Admin 1 | প্রকাশিত: ১০ June ২০১৭ ২২:২২

Admin 1
প্রকাশিত: ১০ June ২০১৭ ২২:২২

জাপানের মধ্যাঞ্চলে শনিবার এক্সপ্রেসওয়েতে একটি গাড়ির সঙ্গে পর্যটন বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপর ৪৫ জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ একথা জানিয়েছে।
খবর সিনহুয়া’র।
গাড়িটি পশ্চিমদিকে যাচ্ছিল। এ সময় এটি মধ্য ডিভাইডার অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা বাসটির সামনে সজোরে ধাক্কা দেয়। আইচি প্রিফেকচারের শিংশিরোর তোমেই এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গাড়ির চালক ঘটনাস্থলেই মারা যায়। তিনি গাড়ির ভেতরে প্রায় চার ঘন্টা আটকা ছিলেন। বাসের ৪৭ আরোহীর মধ্যে ৪৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর।



আপনার মূল্যবান মতামত দিন: