odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

নিউমার্কেটে ব্যবসায়ীদের হামলায় সাংবাদিক আহত

| প্রকাশিত: ১৯ April ২০২২ ২২:৪২


প্রকাশিত: ১৯ April ২০২২ ২২:৪২

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সাথে ঢাকা কলেজের সংঘর্ষের মিডিয়া কাভারেজ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন একজন সংবাদকর্মী। তিনি এসএ টিভির সিনিয়র ফটোসাংবাদিক হিসেবে দায়িত্বরত আছেন।

মঙ্গলবার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে। ওই সাংবাদিক জানান, নিউমার্কেট ব্যবসায়ীরা তার ওপর হামলা চালায়। হামলায় তিনি রক্তাক্ত হন এবং তার ক্যামেরা ভেঙে যায়।

হামলার শিকার হয়ে নীলক্ষেত মোড়ের দিকে সরে এসে তিনি বলেন, ‘আমি নিউমার্কেটের এপাশ (নীলক্ষেত পাশ) থেকে যাই। এসময় ব্যবসায়ীদের কয়েকজন আমাকে বলে, ‘ছাত্ররা এদিক থেকে ঝড়ের মতো ইট মারছে, তুই ওইদিকে (ঢাকা কলেজ পাশ) যা!’ তখন আমি তাদের বলি, ‘তা হলে আমাকে যেতে দাও।’ তারপর তারা আমাকে লাথি-ঘুষি মারতে শুরু করে। তারপর লাঠি দিয়ে আঘাত করলে আমি রক্তাক্ত হই। তারা আমার ক্যামেরা ভেঙে ফেলেছে। ক্যামেরার ব্যাটারিও নিয়ে গেছে।’

অভিযোগ শুনে একাধিক ব্যবসায়ীকে বলতে শোনা যায়, ‘ভুয়া সাংবাদিক! আমাদের কেউ মারে নাই। সরকারের লোকেরাই মারছে!’ পরে তাকে তার সহকর্মীরা প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যান।



আপনার মূল্যবান মতামত দিন: