odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

অস্ট্রিয়াতে বোরকার ওপর নিষেধাজ্ঞা

Admin 1 | প্রকাশিত: ১১ June ২০১৭ ০৯:১৫

Admin 1
প্রকাশিত: ১১ June ২০১৭ ০৯:১৫

একের পর এক জঙ্গি হামলায় স্তব্ধ ইউরোপদসহ গোটা বিশ্ব। জার্মানি, ইংল্যান্ড, তুরস্ক প্রায় সবদেশই কমবেশি সন্ত্রাসের শিকার হয়েছে। গত কয়েকদিনে শুধু ইংল্যান্ডই তিন-তিনটি জঙ্গি হামলা হয়েছে। এই অবস্থায় প্রত্যেকেই নিজের দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার দিকে মন দিচ্ছে। এবার সেই পথে পা বাড়াল ও। জনসমক্ষে আর কেউ বোরকা পরতে পারবেন না অস্ট্রিয়াতে।

সম্প্রতি ‘ফেডারেল ল গেজেট’-এর মাধ্যমে আইনটি ইস্যু করার পর তাতে সই করেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভান ডার বেলেন। তবে এখনই এই আইন কার্যকর হচ্ছে না। চলতি বছরের ১ অক্টোবর থেকে সেটি কার্যকর হবে।
বিশেষজ্ঞদের মতে, গোটা বিশ্ব যখন ইসলামিক জঙ্গিগোষ্ঠীর আক্রমণে রক্তাত, সেখানে এরকম একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে খুবই ভাল করেছে অস্ট্রিয়া। বহুদিন ধরেই এই আইন প্রণয়নের জন্য সরকার ও বিরোধী পক্ষের মধ্যে আলোচনা চলছিল। এছাড়া মধ্যপ্রাচ্য থেকে আগত শরণার্থীদের কথা মাথায় রেখেও এই সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে পড়েছিল অস্ট্রিয়ার কাছে।

প্রসঙ্গত ইরাক-সিরিয়ার মতো দেশগুলিতে অশান্তির কারণে বহু লোক ঘরছাড়া। তাদের অনেকেই আশ্রয় নিয়েছেন ইউরোপের বিভিন্ন দেশে। তবে উঠে আসছে আরও একটি তত্ত্বও। সবাইকে যাতে সমান নজরে দেখা হয়, সেজন্যই কাজের জায়গা কিংবা স্কুল-কলেজে বোরখায় এই নিষেধাজ্ঞা চাপানো হয়েছে।

এদিকে নয়া এই আইনে শরণার্থীদের এক বছরের একটি প্রোগামে অংশ নেওয়ার কথাও বলা হয়েছে। যেখানে তাদের জার্মান ভাষা শেখানো হবে। পাশাপাশি ইউরোপীয় মূল্যবোধও শিখতে হবে। যাতে পরবর্তী সময়ে তা তাঁদের কাজে আসতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: