odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

গাদ্দাফির ছেলে সাইফ ‘মুক্ত’!

Admin 1 | প্রকাশিত: ১১ June ২০১৭ ০৯:৩৫

Admin 1
প্রকাশিত: ১১ June ২০১৭ ০৯:৩৫

লিবিয়ার নিহত নেতা মুয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ ইসলাম গাদ্দাফিকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। আশঙ্কা করা হচ্আল ছে,এতে সে দেশে আবার অস্থিতিশীলতা শুরু হতে পারে।

বিবিসির খবরে জানা যায়, সাইফ ছিলেন বাবা গাদ্দাফির নির্বাচিত উত্তরসূরি। ছয় বছর আগে জিনতান এলাকায় বেসামরিক বাহিনী তাঁকে আটক করে।

বেসামরিক বাহিনী আবু বকর আল সিদ্দিক ব্যাটালিয়ন বলছে, গত শুক্রবার সাইফকে মুক্তি দেওয়া হয়েছে। তবে তাঁকে জনসম্মুখে আনা হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, সাইফ এখন বেদা এলাকার পূর্বাঞ্চলে স্বজনদের সঙ্গে রয়েছেন।

বেসামরিক বাহিনী বলছে, অন্তর্বর্তী সরকারের অনুরোধে সাইফকে মুক্ত করা হয়েছে।
এর আগেও সাইফকে মুক্ত করা হয়েছে বলে খবর এসেছিল। তবে পরে সেটি ভুয়া প্রমাণিত হয়।



আপনার মূল্যবান মতামত দিন: