odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

মিথিলা এবার প্রচন্ড রকম ঢাকার ঈদ মিস করবে

odhikarpatra | প্রকাশিত: ১ May ২০২২ ২০:৫৮

odhikarpatra
প্রকাশিত: ১ May ২০২২ ২০:৫৮

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলা। এ মুহূর্তে তিনি ভীষণই ব্যস্ত তাঁর ওয়েব সিরিজ মন্টু পাইলটের দ্বিতীয় কিস্তির প্রচারণায়। সম্প্রতি এ আলোচিত ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। মাত্র কয় দিন আগেই তিনি ঢাকা ঘুরে গেছে। বর্তমানে কলকাতাতেই আছেন। ঈদেও কলকাতা থাকছেন। মিথিলা জানান
ঢাকায় থাকলে আম্মুর বাসায় যাই। তবে এবার কলকাতায় থাকার জন্য সেটা হচ্ছে না’।
মিথিলা আরও বলেন, ‘কলকাতায় আসলে ঢাকার মতো ঈদে তেমন একটা মজা হয় না। এখানে কিছু মুসলিম অধ্যুষিত এলাকা আছে। ঈদে আগে সেখানে ঘুরতে যাওয়া হয়েছে, তবে ঢাকার সেই আমেজটা এখানে পাওয়া যায় না’।কথা প্রসঙ্গেই জানালেন, ‘এবার ঈদের দিন পরিবারসহ পাড়ি জমাচ্ছেন মহারাষ্ট্রের উদ্দেশ্যে। যেহেতু ঢাকায় থাকা হচ্ছে না, তাই ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। ঈদের ছুটিতে এবার যাচ্ছি মহারাষ্ট্রের তাওডোবা আন্ধারি টাইগার রিজার্ভ জঙ্গল সাফারিতে। এর আগে আফ্রিকায় জঙ্গল সাফারিতে আয়রা সিংহ দেখেছিল। ওর অনেক দিনের ইচ্ছা বাঘ দেখার। আবার ঈদের আগে আইরার জন্মদিন। তাই ছুটিটা একই সঙ্গে ঈদ ও আয়রার জন্মদিনের উপহার হিসেবে প্ল্যান করা



আপনার মূল্যবান মতামত দিন: