odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বিয়েতে 'অনাকাঙ্ক্ষিত' অতিথি ট্রাম্প

Admin 1 | প্রকাশিত: ১৩ June ২০১৭ ০৩:৪৬

Admin 1
প্রকাশিত: ১৩ June ২০১৭ ০৩:৪৬

বিয়ের অনুষ্ঠানে তখন সবাই খাওয়া-দাওয়ায় আর পার্টিতে মশগুল। এরই মধ্যেই হঠাৎ হাজির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! অথচ তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি অনুষ্ঠানে। তবে তাকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেন কনে। তবে এর আগেও ট্রাম্প এমন কাজ করছে।

গত শনিবার রাতে নিউজার্সির গলফ ক্লাবে ক্রিস্টেন পিয়াটোস্কি এবং টাকার গ্লাডহিলে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানে আচমকা হাজির হন
ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই হাজিরায় রীতিমতো অবাকই হয়ে যায় বর-কনেসহ আমন্ত্রিত অতিথিরা। রাষ্ট্রীয় চাপ থেকে একটু ছুটি কাটাতেই ওই গলফ ক্লাবে গিয়েছিলেন ট্রাম্প। ক্লাবের একটি ঘরে ক্রিস্টেন এবং টাকারের বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানে হাজির হয়ে নবদম্পতিকে শুভেচ্ছা জানান তিনি। তবে ট্রাম্পের উপস্থিতিতে মুহূর্তেই ওই অনুষ্ঠানের ঔজ্জ্বল্য কয়েক গুণ বেড়ে যায়। ট্রাম্প নব দম্পতির সঙ্গে ছবি তোলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নানান খোশগল্পও করেন।

ওই বিয়েতে আমন্ত্রিত একজন জানান, প্রেসিডেন্ট যে আসবেন তা আগে থেকে কেউই জানতেন না। তার আসার কিছুক্ষণ আগে কালো স্যুট পরা কয়েকজন ঘরের ভেতর প্রবেশ করেন। তারা প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষী। এর পরেই ট্রাম্প এসে উপস্থিত হন। ট্রাম্পকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেন কনে ক্রিস্টেন। এর পর আসেন টাকারও। তারা একসঙ্গে বেশ কিছু ছবিও তোলেন। বিয়ের অনুষ্ঠানে তখন ‘ট্রাম্প’ এবং ‘ইউএসএ’ স্লোগানে মুখর। কয়েকজন অতিথিকে ‘মেক আমেরিকা, গ্রেট অ্যাগেইন’ লেখা টুপিতে অটোগ্রাফও দেন তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্প এটা প্রথমবার করলেন না। এর আগে গত ফেব্রুয়ারিতে ওই গলফ ক্লাবে অনুষ্ঠিত আরও এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে হাজির হয়েছিলেন তিনি। ২০০২ সালে এই গলফ ক্লাবটিকে কিনেছিলেন ট্রাম্প। এই ক্লাবেই ২০০৯ সালে ইভাঙ্কা ট্রাম্পেরও বিয়ের অনুষ্ঠান হয়েছিল। তথ্যসূত্র: সিএনএন।



আপনার মূল্যবান মতামত দিন: