odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

শ্রাবন্তীর ঘরে এলো নতুন সদস্য

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ May ২০২২ ২২:২৭

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮ May ২০২২ ২২:২৭

কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বাড়িতে নতুন অতিথি এলো! এমন খবর শুনলে প্রশ্ন জাগবে যে কারো মনেই। এমনিতেই শ্রাবন্তীর জীবন নিয়ে চর্চার অন্ত নেই। নতুন প্রেম থেকে নতুন সিনেমা, নায়িকা বছরের ৩৬৫ দিনই খবরে থাকেন। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় করিয়ে দিলেন পরিবারের নতুন সদস্যের।

শনিবার নিজের কেনা নতুন গাড়ির ছবি পোস্ট করলেন শ্রাবন্তী। গাড়ি কেনার আনন্দে তাকে কেক কাটতেও দেখা গেল। সিলভার রঙের ভলভো গাড়ি কিনেছেন শ্রাবন্তী।

এদিন হলুদ রঙের ওয়ানপিসে শোরুমে হাজির হয়েছিলেন অভিনেত্রী। পায়ে সাদা স্নিকার্স। গাড়ির বোনেটে হেলান দিয়ে ছবি তুলেছেন। ড্রাইভারের সিটে বলেও দেখা মিলল তার। আরেকটা ছবিতে দেখা গেল শো-রুমের ভেতরে বসে একগাল হেসে তিনি কেক কাটছেন। ‘ওয়েলকাম টু দ্য ফামিলি’ ক্যাপশনে ছবিখানা শেয়ার করে নিয়েছেন শ্রাবন্তী। অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মী আর ভক্তরা।



আপনার মূল্যবান মতামত দিন: