odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

শ্রীনগরে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে অর্ধলক্ষ টাকার ক্ষতি। 

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ৯ May ২০২২ ১০:৪৯

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ৯ May ২০২২ ১০:৪৯

 

মুন্সীগঞ্জের শ্রীনগরে  খাবারে হোটেলে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে অর্ধলক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। রবিবার (৮ মে)  সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের তিনদোকান বাজারে মনির হোসেনের খাবার হোটেলে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের সময় মনির হোসেনের খাবারের হোটেলে থাকা গ্যাস সিলিন্ডার হঠাৎ করে বিস্ফোরণ ঘটলে মুহুর্তের মধ্যে হোটেলসহ হোটেলে থাকা মালামাল পুড়ে প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা মাহফুজ রিবেন বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। বিস্ফোরনের খাবার হোটেলসহ হোটেলে থাকা মালামাল পুড়ে প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। 

 



আপনার মূল্যবান মতামত দিন: