odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
ছাত্রলীগের ২ জন সদস্য গুলিবিদ্ধ করার দায়ে

কুমিল্লায় এলডিপি মহাসচিব রেদোয়ান সহ ৩ জন আটক।

odhikarpatra | প্রকাশিত: ১০ May ২০২২ ১৮:৫৪

odhikarpatra
প্রকাশিত: ১০ May ২০২২ ১৮:৫৪

 
 
 
 গতকাল (৯ মে, ২০২২) কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগ ও এলডিপির সমাবেশে গুলি চালানোর অভিযোগে দায়ের করা মামলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদওয়ান আহমেদসহ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।
 
 চান্দিনা পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আখলাকুর রহমান জুয়েল গতকাল বিকেলে চান্দিনা থানায় রেদোয়ান আহমেদ ও অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান আমাদের স্থানীয় সংবাদদাতাকে জানান।
 
 কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আবু বকর সিদ্দিকী গতকাল রাতে গ্রেপ্তার চার আসামিকে আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয় বলে আদালতের পরিদর্শক মুজিবুর রহমান জানান।
 
 এর আগে এ মামলায় রেদোয়ান আহমেদ, মো: আলী, বাকী বিল্লাহ ও রেজাউলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি আরিফুল।
 
 গতকাল  দুপুর ২টা ৪৫ মিনিটে চান্দিনা ডিগ্রি কলেজে ঘটনার পর রেদওয়ানকে আটক করা হয়।
 
 স্থানীয়রা জানায়, রেদোয়ান কলেজ ক্যাম্পাসে এলডিপির সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় আ.লীগ নেতাকর্মীরা তার গাড়িকে ধাওয়া করে।  এ সময় একই স্থানে আ.লীগ নেতাকর্মীরা সমাবেশ চলছিল ।
 
 এ সময় গাড়ির ভেতর থেকে রেদোয়ান তার পিস্তল থেকে দু রাউন্ড  গুলি ছুড়লে জনি সরকার ও নাজমুল ইসলাম নাঈম নামে দুই ছাত্রলীগ কর্মী আহত হন।
 


আপনার মূল্যবান মতামত দিন: