odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

চোখে মরিচ লেগে গেলে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১৪ May ২০২২ ০৭:৩১

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৪ May ২০২২ ০৭:৩১

অনেকসময় অসাবধানতাবশত রান্না করতে গিয়ে কিংবা কাটাকুটি করতে গিয়ে মরিচ চোখে লাগতে পারে।

এমন অবস্থায় যা করবেন-

দুধ দিয়ে চোখের পাতার ধুয়ে নিন :

মরিচ লাগলে জ্বলার অন্যতম কারণ হলো মরিচে থাকা ক্যাপসাইসিন। এই ক্যাপসাইসিন প্রতিরোধে সাহায্য করে তরল দুধ। বেশিরভাগ মরিচে এক ধরনের তেল থাকে, দুধ সেই তেল ধুয়ে পরিষ্কার করতে পারে। তাই চোখে মরিচ লাগলে তরল ও ঠান্ডা দুধ দিয়ে চোখ ধুয়ে নিন। এভাবে যতক্ষণ পর্যন্ত স্বস্তি না পাচ্ছেন, ততক্ষণ ধুয়ে নিতে পারেন।

ঘি এর ব্যবহার :

কয়েক ফোঁটা ঠান্ডা পানি ও কয়েক ফোঁটা ঘি মিশিয়ে নিন। এরপর সামান্য তুলা নিয়ে সেই মিশ্রণে ডুবিয়ে চোখের উপর কিছুক্ষণ লাগিয়ে রাখুন। এতে চোখ জ্বলা অনেকটাই কমবে।

বরফে ভেজা তোয়ালে :

চোখের জ্বালা কোনোভাবে না কমলে চোখের উপর বরফে ভেজা তোয়ালে দিয়ে রাখুন।

ঠান্ডা পানি :

চোখে মরিচ লাগার পর হাতের কাছে অন্য কিছু না পেলে ঠান্ডা পানি দিয়েই চোখ ধুতে থাকুন। এতে একটু সময় বেশি লাগতে পারে কিন্তু একটানা এভাবে পানি দিতে থাকলে মরিচের ঝাল চোখ থেকে ধুয়ে যাবে।



আপনার মূল্যবান মতামত দিন: