odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫
৪৩ দিনব্যাপী অচলাবস্থার অবসান সরকারি কার্যক্রম স্বাভাবিক করতে কংগ্রেসে পাশ হওয়া স্বল্পমেয়াদি ব্যয় বিল অনুমোদন করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের স্বাক্ষরে শেষ হল যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম শাটডাউন, তবে জানুয়ারিতেই ফের সংকটের আশঙ্কা

Special Correspondent | প্রকাশিত: ১৩ November ২০২৫ ২১:২১

Special Correspondent
প্রকাশিত: ১৩ November ২০২৫ ২১:২১

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন ইতিহাসের দীর্ঘতম সরকার অচলাবস্থার (shutdown) অবসান ঘটালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার রাতে প্রতিনিধি পরিষদে ২২২–২০৯ ভোটে ব্যয় বিলটি অনুমোদনের পর প্রেসিডেন্ট ট্রাম্প সেটিতে স্বাক্ষর করেন। এর আগে মঙ্গলবার সিনেটেও বিলটি অল্প ব্যবধানে পাস হয়। হোয়াইট হাউসের ওভাল অফিসে বিল স্বাক্ষরের সময় ট্রাম্প বলেন, সরকার এখন স্বাভাবিক কার্যক্রমে ফিরবে। এই অচলাবস্থায় অনেক মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।  এই ৪৩ দিনের অচলাবস্থায় প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী বেতন ছাড়াই কাজ করেছেন বা বাধ্যতামূলক ছুটিতে ছিলেন। খাদ্য সহায়তা কার্যক্রম (SNAP) স্থগিত ছিল এবং বিমান চলাচল ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হয়, যার ফলে সারা যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটে। সরকারি দপ্তরগুলো আগামী কয়েক দিনের মধ্যেই পুনরায় খুলে দেওয়া হবে বলে জানা গেছে। থ্যাংকসগিভিং ছুটির আগে বিমান চলাচলও স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। এই ব্যয় বিলটি ৩০ জানুয়ারি পর্যন্ত সরকারের কার্যক্রম চালানোর অনুমতি দিয়েছে। অর্থাৎ মাসের শেষে আবারও নতুন অর্থায়ন পরিকল্পনা নিয়ে কংগ্রেসে আলোচনা শুরু হবে। বিলটি অনুমোদনের পর প্রেসিডেন্ট ট্রাম্প আবারও ডেমোক্র্যাটদের প্রতি দোষারোপ করে বলেন, তারা এটি করেছে সম্পূর্ণ রাজনৈতিক কারণে। যখন মধ্যবর্তী নির্বাচন আসবে, তখন আমেরিকানরা যেন মনে রাখে তারা আমাদের দেশের সঙ্গে কী করেছে।সিনেটে সংখ্যাগরিষ্ঠ না হয়েও ডেমোক্র্যাটরা অচলাবস্থা তৈরি করতে সক্ষম হন। কারণ রিপাবলিকানদের তহবিল বিল পাস করতে প্রয়োজনীয় ৬০ ভোটের ঘাটতি ছিল। প্রথমদিকে ডেমোক্র্যাটরা শর্ত দেন স্বল্প আয়ের নাগরিকদের জন্য স্বাস্থ্য বীমা ভর্তুকি (subsidy) বাড়ানোর প্রতিশ্রুতি না পেলে তারা ভোট দেবেন না। কিন্তু পরে আটজন ডেমোক্র্যাট সদস্য সমঝোতার পথ বেছে নেন এবং ডিসেম্বর মাসে এই বিষয়ে আলাদা ভোটের আশ্বাসের বিনিময়ে বিলটির পক্ষে ভোট দেন। এই সিদ্ধান্তে ডেমোক্র্যাট শিবিরে তীব্র অসন্তোষ দেখা দেয়। দলীয় নেতারা যেমন হাউস সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিস ও ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম—এই আপসের কড়া সমালোচনা করেন। অন্যদিকে ভার্জিনিয়ার সিনেটর টিম কেইন যিনি সমঝোতার পক্ষে ভোট দিয়ে বলেন, আমার রাজ্যের ফেডারেল কর্মীরা এই চুক্তির জন্য কৃতজ্ঞ। তারা বলছে ধন্যবাদ, সরকার আবার চালু হচ্ছে। সরকার পুনরায় চালুর ভোটের ঠিক আগে কংগ্রেসে ডেমোক্র্যাটদের নতুন সদস্য আডেলিতা গ্রিহালভা শপথ নেন। তিনি প্রয়াত কংগ্রেসম্যান রাউল গ্রিহালভার কন্যা এবং তাঁর আসনেই নির্বাচিত হয়েছেন। ডেমোক্র্যাটরা তাঁকে সঙ্গে নিয়েই জেফ্রি এপস্টেইন সম্পর্কিত ফাইল প্রকাশের দাবি সংক্রান্ত একটি প্রস্তাবে স্বাক্ষর করান। হাউস স্পিকার মাইক জনসন জানিয়েছেন এই বিষয়ে আগামী সপ্তাহেই ভোট অনুষ্ঠিত হবে। 

বিলের মূল বিষয়বস্তু নতুন ব্যয় বিলটিতে ৩০ জানুয়ারি পর্যন্ত সরকারের অস্থায়ী অর্থায়ন, কৃষি বিভাগ, সামরিক নির্মাণ ও আইনসভা সংস্থার পূর্ণ বরাদ্দ, অচলাবস্থার সময়ের জন্য সরকারি কর্মচারীদের পূর্ণ বেতন প্রদান, এবং SNAP খাদ্য সহায়তা কর্মসূচির অর্থায়ন আগামী সেপ্টেম্বর পর্যন্ত সবকিছুই অন্তর্ভুক্ত। এ ছাড়া ডিসেম্বর মাসে স্বাস্থ্য বীমা ভর্তুকি সম্প্রসারণ নিয়ে আলাদা ভোটের প্রতিশ্রুতিও বিলের অংশ হিসেবে যুক্ত করা হয়েছে। দীর্ঘ ৪৩ দিনের এই অচলাবস্থা যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও জনজীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। স্বল্পমেয়াদি এই সমাধান আপাতত স্বস্তি দিলেও জানুয়ারির শেষেই আবারও সরকার অর্থায়ন সংকটের মুখে পড়তে পারে। তাই রাজনৈতিক সমঝোতার টেকসই রূপ না এলে সবচেয়ে দীর্ঘ অচলাবস্থা হয়তো আবার ফিরে আসতেও পারে।

-মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: