odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ভারতীয় মহিলাদের যৌনজীবন কেমন? সরকারি রিপোর্টে একাধিক বিস্ফোরক তথ্য

odhikarpatra | প্রকাশিত: ১৬ May ২০২২ ০৯:৪৪

odhikarpatra
প্রকাশিত: ১৬ May ২০২২ ০৯:৪৪

পুরুষ নাকি মহিলা, কারা আগে যৌনতার স্বাদ পাচ্ছেন? কী বলছে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের (NFHS) নয়া রিপোর্ট?

ভারতীয় পুরুষ এবং মহিলাদের যৌনজীবন নিয়ে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের (NFHS) নয়া রিপোর্ট। সেই রিপোর্টে উঠে এল একাধিক বিস্ফোরক তথ্য়।  

NFHS-এর প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতীয় পুরুষদের তুলনায় মহিলারা তাড়াতাড়ি যৌনতা বা সেক্সের অভিজ্ঞতা লাভ করেন। ২৫ থেকে ৪৯ বছর বয়সের পুরুষ এবং মহিলাদের মধ্যে একটা সমীক্ষা চালানো হয়। যেখানে ১০.৩ শতাংশ মহিলা দাবি করেন, ১৫ বছর বয়স থেকেই যৌনজীবন উপভোগ করতে শুরু করেছেন তাঁরা। এক্ষেত্রে পুরুষদের হার মাত্র ০.৮ শতাংশ। ভারতে ১৮ বছরকে সাবালকত্বের সীমা হিসেবে ধরা হয়। ফলে এর থেকেই স্পষ্ট যে নাবালক অবস্থাতেই বহু নারী যৌনতার অভিজ্ঞতা লাভ করছেন। 

NFHS-এর রিপোর্টে আরও উঠে এসেছে, যে সমস্ত নারীরা স্কুলে যাননি, তাঁরা প্রায় ১৭.৫ বছর বয়সেই যৌনতা সম্পর্কে বুঝতে শুরু করেছেন। অর্থাৎ বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে তাঁরা যৌনতার অভিজ্ঞতা পেয়েছেন। বহুক্ষেত্রে সেটা খারাপ অভিজ্ঞতাই হয়েছে। শিক্ষিত মহিলাদের ক্ষেত্রে সেই বয়সটা ২২.৮ বছর। অর্থাৎ শিক্ষা যে এক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করছে, তা স্পষ্ট।

সুত্র ঃ জি নিউজ 



আপনার মূল্যবান মতামত দিন: