odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

হাসপাতালে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ May ২০২২ ১০:৪৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ May ২০২২ ১০:৪৩

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক অসুস্থতা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে।

রোববার (১৫ মে) সন্ধ্যায় স্কয়ার হাসপাতালের কাস্টমার ম্যানেজার জাহাঙ্গীর আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীর আলম জানান, সর্দি-জ্বর নিয়ে গত সপ্তাহে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়া ওনার ডায়াবেটিসও বেড়ে গিয়েছিল। আমাদের চিকিৎসকরা সার্বক্ষণিক ওনাকে দেখাশোনা করছেন। এখন শারীরিক অবস্থা মোটামুটি ভালোর দিকে বলা যায়।

হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন জানতে চাইলে তিনি বলেন, শারীরিক অবস্থা যেহেতু ভালোর দিকে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি হাসপাতাল ছাড়তে পারেন। তবে আর কতোদিন হাসপাতালে থাকতে হবে, সেটি চিকিৎসকরা জানাবেন।



আপনার মূল্যবান মতামত দিন: