odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে এদেশের মানুষ আদর্শ নেতৃত্ব ফিরে পেয়েছে: পরশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ May ২০২২ ০৪:৪১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ May ২০২২ ০৪:৪১

শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন বলে এদেশের মানুষ প্রকৃত দেশ প্রেমিক ও আদর্শ নেতৃত্ব ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

আজ সোমবার (১৬ মে) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, সকল ভয়কে উপেক্ষা করে মাথায় কাফনের কাপড় বেধে শেখ হাসিনা দেশে এসেছিলেন এদেশের মানুষকে ভালোবেসে। সামরিক শাসনামলে তার দেশে ফেরা ছিল সাহসী ও ঝুকিপূর্ণ সিদ্ধান্ত। তার নেতৃত্বে বাংলাদেশ আজ মর্যাদাশীল দেশ। শেখ হাসিনা সরকার জঙ্গিবাদ নির্র্মল ও বিচার বিভাগকে স্বাধীন করেছে। কাউকেই ছাড় দেয়া হয়নি আর হচ্ছেও না। এই সরকারের মতো ন্যায় পরায়নতা কোনো সরকার দেখাতে পারেনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া অভিযোগ করে বলেছেন, বিদেশিদের সঙ্গে মিলে সরকার পতনের ষড়যন্ত্র করছে বিএনপি।

তিনি দলটির উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করলে বিএনপির নেতাকর্মীকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না। মানুষের জীবন নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

মায়া বলেন, বিএনপি মিডিয়া নির্ভর দল। মিথ্যাবাদীর দল। কথায় কথায় তারা মিথ্যা কথা বলে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেনা তারা। তারা এখন জনগণকে বিভ্রান্ত করছে। বিদেশিদের সঙ্গে সন্ধি করে এখন তারা সরকার পতনের ষড়যন্ত্র করছে। কিন্তু বিভ্রান্তি ছড়িয়ে কোনো লাভ হবে না।

বিএনপির সব ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দেবে বলেও মন্তব্য করেন তিনি।

যুবলীগ কেন্দ্রীয় কমিটির আয়োজনে এ আলোচনা সভা শেষে বাক-প্রতিবন্ধী, শ্রবণ-প্রতিবন্ধী এবং দৃষ্টি-প্রতিবন্ধীদের মাঝে শাড়ি, লুঙ্গি ও সাদা ছড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শাম্স পরশ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মইনুল হোসেন খান নিখিল।

 



আপনার মূল্যবান মতামত দিন: