odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

সেভেরোডোনেটস্কে, রাশিয়া তার সমস্ত শক্তি সন্নিবেশ করছে : ইউক্রেন 

odhikarpatra | প্রকাশিত: ৫ June ২০২২ ০৮:২৭

odhikarpatra
প্রকাশিত: ৫ June ২০২২ ০৮:২৭

ইউক্রেন শনিবার বলেছে, রাশিয়া পুরো পূর্ব দনবাস অঞ্চলকে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য শিল্প নগরী সেভেরোডোনেটস্ক দখল করার লক্ষ্যে তার সম্ভাব্য সমস্ত শক্তি নিয়োগ করছে।

লুগানস্কের আঞ্চলিক গভর্নর সের্গেই গেইডে তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায়  পোস্ট করা এক সাক্ষাৎকারে বলেছেন, ‘সামগ্রিকভাবে এই অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত কঠিন। যুদ্ধ এখন  সেভেরোডোনেটস্কে কেন্দ্রীভূত কারণ, আমরা এটি বুঝতে পেরেছি, রুশ  সেনাবাহিনী তার সমস্ত শক্তি, তার সমস্ত মজুদ শক্তি এই দিকেই কেন্দ্রীভুত করছে।’ খবর এএফপি’র।



আপনার মূল্যবান মতামত দিন: