odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ট্রাম্প প্রশাসনের উদ্যোগ কিউবার বিপ্লবকে দুর্বল করবে না

Admin 1 | প্রকাশিত: ১৮ June ২০১৭ ১০:৩৪

Admin 1
প্রকাশিত: ১৮ June ২০১৭ ১০:৩৪

ওবামা প্রশাসনের নীতি পাল্টে কিউবার ওপর আবার কিছু নিষেধাজ্ঞা আরোপে ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ হাভানাকে দুর্বল করতে পারবে না বলে মন্তব্য করেছে কমিউনিস্ট রাষ্ট্রটি। হাভানা বলেছে, এটা দুই দেশের সম্পর্কে বাধা সৃষ্টি করবে। তবে তারা ‘সম্মানজনক সংলাপ’ অব্যাহত রাখতে প্রস্তুত।

গত শুক্রবার রাতে এক বিবৃতিতে ট্রাম্প প্রশাসনের উদ্যোগের নিন্দা জানিয়ে ওই মন্তব্য করে কিউবা সরকার। তারা বলেছে, কিউবার জনগণকে ক্ষতিগ্রস্ত ও দেশটির অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত করতে ‘অতীতে যুক্তরাষ্ট্রের গৃহীত জবরদস্তিমূলক পদ্ধতিই’ অবলম্বন করছে ট্রাম্প প্রশাসন। কিন্তু এতে কিউবার বিপ্লব দুর্বল হবে না।

এর কয়েক ঘণ্টা আগেই ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে এক ভাষণে ট্রাম্প কিউবা নিয়ে তাঁর পূর্বসূরি বারাক ওবামা প্রশাসনের নীতি থেকে সরে আসার ঘোষণা দেন। দেশটির সঙ্গে দীর্ঘদিনের বৈরিতার সম্পর্ক অবসানে প্রেসিডেন্ট ওবামা হাভানার ব্যাপারে কিছুটা নমনীয় নীতি গ্রহণ করেছিলেন। 

জবাবে হাভানা বলেছে, মার্কিন নিষেধাজ্ঞা জোরালো করতে যুক্তরাষ্ট্রের নেওয়া নতুন প্রস্তাবের নিন্দা জানায় কিউবা সরকার। এটা পরিণামে ব্যর্থই হবে এবং তা কিউবাকে দুর্বল করার লক্ষ্য অর্জনে সক্ষম হবে না।

প্রেসিডেন্ট ট্রাম্প কিউবার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় আবার কড়াকড়ি আরোপের অংশ হিসেবে দেশটিতে মার্কিন নাগরিকদের ভ্রমণের ওপর বিধিনিষেধ কঠোর করা এবং কিউবার সেনাবাহিনীর সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে যুক্ত মার্কিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ট্রাম্প বলেন, মূলত মানবাধিকারের ওপর ভিত্তি করে তিনি এ পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে কিউবার প্রতি তিনি রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান জানান।



আপনার মূল্যবান মতামত দিন: