odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বোমা হামলায় কাবুলে ৪ জন নিহত

odhikarpatra | প্রকাশিত: ১৩ June ২০২২ ০২:৫১

odhikarpatra
প্রকাশিত: ১৩ June ২০২২ ০২:৫১

 আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার একটি মিনিবাসে বোমা বিস্ফোরণে অন্তত চারজন নিহত এবং অপর সাতজন আহত হয়েছে। পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি একথা জানায়। 

আফগানিস্তানে তালেবানের ক্ষমতা গ্রহণের পর সাম্প্রতিক মাসগুলোতে এখানে যে একের পর এক ভয়াবহ হামলা হচ্ছে কাবুলের পূবাঞ্চালে সংঘটিত এই হামলা ছিল তার সর্বশেষ ঘটনা।
আফগান পুলিশের মুখপাত্র খালিদ জাদরান সংবাদ সংস্থাকে জানান, এই বোমার ঘটনা তদন্তে সেখানে তালেবান নিরাপত্তা দলের একটি টিম পাঠানো হয়েছে।
এখনো পর্যন্ত এই হামলার দায়িত্ব কোন গ্রুপ স্বীকার করেনি। এই এলাকা প্রধানত সুন্নি পশতুন অধ্যুসিত।



আপনার মূল্যবান মতামত দিন: