odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 17th November 2025, ১৭th November ২০২৫

স্ত্রী হত্যার দায়ে ময়মনসিংহে স্বামীর মৃত্যুদন্ড

odhikarpatra | প্রকাশিত: ১৭ June ২০২২ ০৬:০১

odhikarpatra
প্রকাশিত: ১৭ June ২০২২ ০৬:০১

ময়মনসিংহ জেলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। 

এছাড়াও রায়ে স্বামী মো: হাবিবুর রহমান বুসাকে (৫৫) ১০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন। 
আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী এই আদেশ দেন। 
ঘটনার দশ বছর পর এই মামলার রায় ঘোষণা করা হয় বলে নিশ্চিত করেছেন সংশি¬ষ্ট আদালতের বেঞ্চ সহকারি মো: ফখরুল ইসলাম। 
তিনি জানান, পারিবারিক বিরোধের জেরে ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর রাতে ত্রিশাল উপজেলার নিঘুরকান্দা নামাপাড়া গ্রামে স্ত্রী স্বপ্না বেগমকে ঘুমের মধ্যে উপর্যুপরি আঘাত করে স্বামী হাবিবুর রহমান বুসা। এতে ঘটনাস্থলেই মারা যায় স্ত্রী স্বপ্না বেগম। ঘটনার একদিন পর মাকে হত্যার দায়ে ত্রিশাল থানায় বাবা হাবিবুর রহমান বুসাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে ছেলে রুবেল মিয়া। ওই মামলায় তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আসামির উপস্থিতিতেই মৃত্যুদন্ডের রায় ঘোষণা করা হয় ।



আপনার মূল্যবান মতামত দিন: