odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

নির্বাচন সামনে রেখে জাতির চার চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী

Admin 1 | প্রকাশিত: ১৯ June ২০১৭ ১১:৫৩

Admin 1
প্রকাশিত: ১৯ June ২০১৭ ১১:৫৩

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতির সামনে চারটি চ্যালেঞ্জের কথা বলেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
রোববার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে একটি কমিউনিটি সেন্টারে টিভি ক্যামেরাজার্নালিস্ট এসোসিয়েশন (টিসিএ) আয়োজিত ইফতার-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে জাতির সামনে চারটি চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হচ্ছে এক. যথাসময়ে নির্বাচন; দুই. বিএনপি-জামায়াত-জঙ্গিদের নির্বাচন ভন্ডুলের চক্রান্ত নস্যাৎ করা; তিন. শেখ হাসিনার বিস্ময়কর উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং চার. রাজাকার-জঙ্গি-জামায়াত ও তাদের দোসরদের ক্ষমতার বাইরে রাখা।’
এ সময় সাংবিধানিক সরকারের বাইরে বিএনপি’র সহায়ক সরকারের প্রস্তাবকে ‘বিএনপি নেত্রী খালেদা জিয়ার নির্বাচন ভন্ডুলের চক্রান্তের রাজনীতি’ হিসাবে উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে খালেদা জিয়া একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছেন। কিন্তু গণতন্ত্রে ষড়যন্ত্রের রাজনীতির কোনো স্থান নেই।’
মন্ত্রী তার বক্তৃতায় প্রসারমান গণমাধ্যমে ক্যামেরাজার্নালিস্টদের ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘ক্যামেরাজার্নালিস্টবৃন্দকে সাংবাদিকদের সকল সুযোগ-সুবিধা প্রদান ও ওয়েজ বোর্ডে তাদের অন্তর্ভুক্তির জন্য সকলকে একযোগে কাজ করতে হবে।’
টিসিএ সভাপতি হারুনুর রশীদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি শাবান মাহমুদ এবং আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম জেমস শুভেচ্ছা বক্তব্য দেন।



আপনার মূল্যবান মতামত দিন: