odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বাংলাদেশ জরুরি ত্রাণ সামগ্রী পাঠালো আফগানিস্তানে

odhikarpatra | প্রকাশিত: ৬ July ২০২২ ০৫:৫১

odhikarpatra
প্রকাশিত: ৬ July ২০২২ ০৫:৫১

আফগানিস্তানে ভূমিকম্পসৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ‘সমন্বিত উন্নয়ন’ নীতির ভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান সি-১৩০ জে আজ মঙ্গলবার ভোর ৬ টায় খাদ্য, বস্ত্র ও জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে কাবুলের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় এই ত্রাণ সামগ্রী পাঠানো হয়।
বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান এয়ার মুভমেন্টে উপস্থিত থেকে বিমানের পাইলট ও ক্রুদের বিদায় জানান ।
আফগানিস্তানের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে গত ২২ জুন শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে সহস্রাধিক আফগান  নিহত, প্রায় দুই হাজারের বেশী মানুষ আহত এবং কয়েক শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়। 
এতে দেশটিতে খাদ্য ও পানি সংকট, বাসস্থান সংকট ও জরুরী চিকিৎসা সেবার অভাব দেখা দিয়েছে। বাংলাদেশ সরকার বন্ধুপ্রতীম রাষ্ট্র আফগানিস্তানের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। 
প্রধানমন্ত্রীর ‘সমন্বিত উন্নয়ন’ নীতির ভিত্তিতে ভূমিকম্পসৃষ্ট আকসি¥ক দুর্যোগ মোকাবেলায় আফগানিস্তানের সাধারণ জনগণের জন্য সাধ্য অনুযায়ী জরুরী মানবিক সহায়তা প্রেরণ করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: