odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

শ্রীনগরে ইউপি সদস্য লিওএর সন্ত্রাসী বাহিনীর গ্রেফতার ও শাস্তির দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

odhikarpatra | প্রকাশিত: ১৭ July ২০২২ ০৯:৫৫

odhikarpatra
প্রকাশিত: ১৭ July ২০২২ ০৯:৫৫

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি : 

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখার নগর ইউপি সদস্য আসলাম হোসেন লিও ও তার সন্ত্রাসী বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।  শনিবার (১৬জুলাই) বেলা  ১০টা থেকে ১১টা পর্যন্ত শ্রীনগর উপজেলার বারৈখালি ইউনিয়নের শেখর নগর-বারৈখালি সড়কে শ্রীধরপুর এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।  

মানববন্ধনে অংশ নেয়, বারৈখালি ইউপি সদস্য মো. ইলিয়াস হোসেন, নারী ইউপি সদস্য মনোয়ারা শাহীন, চুন্নু মিয়া, গাজি ছামাদসহ এলাকার ২ শতাধিক নারী পুরুষ। 

এ সময় বক্তারা বলেন, সিরাজদিখান উপজেলার শেখর নগর ইউনিয়নের মেম্বার লিও একজন এলাকার চিহ্নিত ভূমিদস্যু ও সন্ত্রাসী। সে সিরাজদিখানের হয়েও আমাদের শ্রীনগর উপজেলার উপজেলায় আধিপত্য বিস্তার করে। এই এলাকার যেকোনো বিষয়ে হস্তক্ষেপ করে ও তার বাহিনীর মাধ্যমে মানুষকে মারধর করে। গত ৮জুলাই দুই জন স্কুল ছাতের তুচ্ছ  ঘটনাকে কেন্দ্র করে লিও মেম্বার তার সন্ত্রাসী বাহিনী এনে প্রবাসী রিপনকে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করে। ইউপি সদস্য  আসলাম হোসেন লিউ ও তার সহযোগী, রুদ্র, প্রিন্স, ভোলা সহ সকল সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান বক্তারা।   

উল্লেখ্য, এই ঘটনায় গত ৯জুলাই রাতে ফারুক বাদি হয়ে ৪ জনের নামে  শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করে।# 

 



আপনার মূল্যবান মতামত দিন: