odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 24th January 2026, ২৪th January ২০২৬

শ্রীলঙ্কায় মধ্যরাতে নেতাদের গ্রেপ্তার

অধিকার পত্র ডেস্ক | প্রকাশিত: ২২ July ২০২২ ২০:১৮

অধিকার পত্র ডেস্ক
প্রকাশিত: ২২ July ২০২২ ২০:১৮

বিশ্বে নজিরবিহীন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী।

২২ জুলাই শুক্রবার মধ্যরাত ও ভোরের দিকে এই অভিযান চালানো হয়। অভিযানের পর বিক্ষোভকারীদের কাছ থেকে প্রেসিডেনশিয়াল সেক্রেটারিয়েটের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী।সেখান থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারী নেতাকেও আটক করেছে তারা।

শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ।

আলজাজিরা জানিয়েছে, শ্রীলঙ্কার সেনাবাহিনী বিক্ষোভকারীদের ওপর ‘নিষ্ঠুরভাবে আক্রমণ’ করার পর রাজধানী কলম্বোর রাষ্ট্রপতি সচিবালয়ের নিয়ন্ত্রণ নিয়েছে। এছাড়া পার্শ্ববর্তী ‘গোটা-গো-গামা’ প্রতিবাদস্থলে বহু তাঁবুও ধ্বংস করে দিয়েছে সৈন্যরা। একইসঙ্গে বেশ কয়েকজন প্রতিবাদী নেতাকে গ্রেপ্তার করার পাশাপাশি প্রায় ১০০ জন বিক্ষোভকারীসহ এলাকাটি ঘিরে রাখা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: