odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

রনির সঙ্গে এবার ডা. জাফরুল্লাহর অবস্থান

Md. Abir | প্রকাশিত: ২৫ July ২০২২ ০৪:৪৪

Md. Abir
প্রকাশিত: ২৫ July ২০২২ ০৪:৪৪

রেলের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলন করা সেই  মহিউদ্দিন রনির দাবির সঙ্গে সহমত জানিয়ে এবার  গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী রোববার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে রনিকে দেখতে যান। রনিকে সঙ্গে নিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাইলে রেলওয়ে পুলিশ তাকে বাধা দেয়। পরে জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের বলেন, আমি স্টেশন ম্যানেজারকে মেসেজ করেছি। তিনি এ পর্যন্ত রিপ্লে দেননি। তার সঙ্গে দেখা না করে আমি যাব না। আমি এখানে অবস্থান করব।

এ বিষয়ে আন্দোলনকারী মহিউদ্দিন রনি বলেন, আমাকে ঢুকতে দেয়নি ভালো কথা। কিন্তু দেশের একজন মুক্তিযোদ্ধাকে আটকে দিল কেন তারা?

বিকেল ৪টার দিকে স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করতে আসেন রনিসহ অন্য শিক্ষার্থীরা। তবে তারা ঢুকতে পারেননি। তাদের স্টেশনের ভেতরে ঢুকতে না দিতে সব ফটকের সামনে অবস্থান নেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা। 



আপনার মূল্যবান মতামত দিন: