odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫
ঋণ শোধ করার আর কোনো উপায় নেই বলে

পাকিস্তান সরকার তার সম্পদ বিক্রি করে দিচ্ছে

odhikarpatra | প্রকাশিত: ২৫ July ২০২২ ০৮:২৫

odhikarpatra
প্রকাশিত: ২৫ July ২০২২ ০৮:২৫

অধ্যাপক আ ব ম ফারুক

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ।

পরিচালক, বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টার ও সাবেক ডীন, ফার্মেসি অনুষদ, ঢাকা বিশ^বিদ্যালয়
ফোন: ০১৮৩০০০২৮২৬

ঋণ শোধ করার আর কোনো উপায় নেই বলে পাকিস্তান সরকার তার সম্পদ বিক্রি করে দিচ্ছে! এটাই হলো একটু আগে পাওয়া আজকের সবচেয়ে সেরা খবর!
দুই থেকে আড়াই বিলিয়ন মার্কিন ডলার তার দরকার।

ইস্, বাংলাদেশের সরকার কিংবা সাদা টাকা বা কালো টাকার বিখ্যাত মালিকরা কেউ যদি কিনতে পারতো তাহলে আমাদের শহীদদের আর মা-বোনদের আত্মা কতই না শান্তি পেত!

হোক। পাকিস্তান এভাবে খন্ড খন্ড আকারে বিক্রি হোক। একসময় পুরোটাই বিক্রি হয়ে যাক!

আরব আমিরাত কেন, বরং বাংলাদেশের কাছে বিক্রি করছে না কেন? আসুন সবাই দাবি করি, আমাদেরকে কিনতে দেওয়া হোক।

জয় বাংলা!



আপনার মূল্যবান মতামত দিন: