odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

রাজধানীর বেড়িবাঁধ এলাকার সড়ক দুর্ঘটনায় বাস চালক ও হেলপার গ্রেফতার

odhikarpatra | প্রকাশিত: ৩ August ২০২২ ০৮:৩৫

odhikarpatra
প্রকাশিত: ৩ August ২০২২ ০৮:৩৫

 রাজধানীর বেড়িবাঁধ এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজনের নিহতের ঘটনায় বাস চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, বাসের চালক তুষার ও হেলপার মো. মিলন সিকদার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাতে রাজধানীর শাহআলী থানা এলাকায় অভিযান চালিয়ে কিরনমালা বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়। শাহআলী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, ৩১ জুলাই দুপুরে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় কিরনমালা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার চালক আল আমিনসহ ৬ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জোবায়ের আহম্মেদ সিয়াম মারা গেছেন। পরবর্তীতে দু’জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিলন গাজী ও রবিউল ইসলাম রুবেলের মৃত্যু হয়। এ ঘটনায় ভিকটিম মিলন গাজীর ভাইয়ের অভিযোগের প্রেক্ষিতে শাহআলী থানায় একটি মামলা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: