odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

সড়ক দুর্ঘটনায় যশোরে দু’জন নিহত 

odhikarpatra | প্রকাশিত: ১১ August ২০২২ ০৭:০২

odhikarpatra
প্রকাশিত: ১১ August ২০২২ ০৭:০২

যশোর  জেলা সদরে আজ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। 

আজ বুধবার বিকাল ৪টার দিকে শহরের ঢাকা রোডের শেখহাটি এলাকায় দ্রুতগামি মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন- শহরের বারান্দী মোল্যাপাড়ার ইব্রাহিম হোসেনের ছেলে ইসমাইল হোসেন (২২) এবং সিটি কলেজপাড়ার বউবাজার এলাকার সিরাজুল ইসলামের ছেলে আল আমিন (২৩)।   
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৪টার দিকে শহরের নিউ মার্কেট এলাকা থেকে মোটরসাইকেলযোগে ঢাকা রোডের দিকে যাচ্ছিলেন ইসমাইল ও আল আমিন। ঢাকা রোডের সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের আরোহী দু’জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেন এবং আল আমিনকে মৃত ঘোষনা করেন। 
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: