odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

শিশুদের করোনা টিকা দিতে অভিভাবকদের প্রতি আহবান

odhikarpatra | প্রকাশিত: ২৬ August ২০২২ ০৮:৫৯

odhikarpatra
প্রকাশিত: ২৬ August ২০২২ ০৮:৫৯

প্রাথমিক ও গণশিক্ষা  প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ৫-১১ বছর বয়সী সকল শিশুকে জন্মনিবন্ধন করে টিকা দিতে অভিভাবকদের প্রতি আহবান জানিয়েছেন।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর নীলক্ষেত সরকারি প্রাথমিক স্কুলে শিশুদের টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন। 
শিশুরা স্কুলেই টিকা পাবে এ কথা উল্লেখ করে তিনি বলেছেন, করোনা প্রতিরোধের মাধ্যমে শিশুর সুরক্ষা নিশ্চিত করে নিরাপদে শিক্ষা প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। 
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ থেকে দেশের ১২টি সিটি কর্পোরেশনের ১৮৬টি এবং রাজধানীর ১৫টি বিদ্যালয়ে এ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলা-উপজেলা পর্যায়ের শিক্ষার্থীদেরও টিকা দেয়া হবে।
সূত্র জানায়, করোনা প্রতিরোধে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের বিশেষ টিকা দেশে আসে গত ৩০ জুলাই। ওই দিন বিশেষভাবে তৈরি ফাইজারের ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ টিকা আসে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় সংশ্লিষ্ট শিক্ষা  প্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের তালিকা করা হয়েছে। দেশে এই বয়সী শিশুদের অনুমিত সংখ্যা ২ কোটি ২০ লাখ।



আপনার মূল্যবান মতামত দিন: