odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

ব্রিটেনে ঈদের নামাজিদের ওপর গাড়ি, আহত ৬

Admin 1 | প্রকাশিত: ২৬ June ২০১৭ ১৪:২৪

Admin 1
প্রকাশিত: ২৬ June ২০১৭ ১৪:২৪

ব্রিটেনের নিউক্যাসল শহরে একটি স্পোর্টস সেন্টারের বাইরে ঈদের নামাজ পড়তে আসা লোকজনের ওপর গাড়ি তুলে দেয়ার পর একজন ৪২ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাড়ি চাপায় ৬ জন আহত হয়েছে। এক শিশুর অবস্থা গুরুতর।
পুলিশ বলছে, এখন পর্যন্ত তাদের তাদের ধারণা এ ঘটনার সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই।
একজন প্রত্যক্ষদর্শী জানান, নামাজ শেষে ঐ নারী তার গাড়িতে উঠে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে তার কাছে মনে হয়েছে।
ঈদের নামাজের জন্য শত শত মুসলিম ওই স্পোর্টস সেন্টারে জড়ো হয়েছিলো। ঘটনার পর ভীষণ আতঙ্ক তৈরি হয়। সবাই চিৎকার করছিলো।
হাসপাতালে নেয়া আহত ছয়জনের মধ্যে তিনজন শিশু। একজনের অবস্থা গুরুর।
গত সপ্তাহে লন্ডনে এক মসজিদের বাইরে মুসলিমদের ওপর ইচ্ছাকৃতভাবে গাড়ি চালিয়ে দেয়ার পর থেকে মসজিদগুলোর বাইরে পুলিশ নজরদারি বাড়িয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: