odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

পরিমাণে কম দেওয়ায় ভোলায় জ্বালানি তেলের দোকানকে জরিমানা

odhikarpatra | প্রকাশিত: ৭ September ২০২২ ০৭:২৭

odhikarpatra
প্রকাশিত: ৭ September ২০২২ ০৭:২৭

জেলার সদর উপজেলায় আজ পরিমাণে কম দেওয়ায় জ্বালানি তেলের দুইটি দোকানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার খেয়াঘাট ব্রীজ সংলগ্ন চরকালী এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান। সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জানান, হাজী ভ্যারাইটিস স্টোর ও তাহমিদ লুব হাউজে একলিটার বোতলে নির্দিষ্ট পরিমানের চাইতে ৭০ থেকে ৮০ এমএল তেল এবং দুইলিটারের বোতলে একশ’ এমএল তেল কম দেয়া হচ্ছিল। এতে ভোক্তারা চরমভাবে প্রতারিত হচ্ছিলেন। তিনি জানান, অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে হাজী ভ্যারাইটিস স্টোরকে সাতহাজার টাকা ও তাহমিদ লুব হাউজকে সাতহাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: