odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ইসরাইলী অভিযানে ফিলিস্তিনী নিহত

odhikarpatra | প্রকাশিত: ৮ September ২০২২ ০১:২২

odhikarpatra
প্রকাশিত: ৮ September ২০২২ ০১:২২

দখলকৃত পশ্চিমতীরে বুধবার ইসরাইলী অভিযানে একজন ফিলিস্তিনী নিহত হয়েছে। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।
 জেনিন এবং টুবাসের মধ্যকার আল ফারাহ সেনা ক্যাম্পের একজন সৈন্যের ছোঁড়া গুলিতে ইউনিস ঘাসান তায়েহ (২১) নামের ফিলিস্তিনী প্রাণ হারায়।
সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে উভয়পক্ষে বারবার সংঘর্ষ হচ্ছে।
ইসরাইলী সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায় নি।
মার্চে ইসরাইলী লক্ষ্যবস্তুতে আঘাত হানায় ১৯ জনের প্রাণহানির পর তেলআবিব পশ্চিমতীরের উত্তরাঞ্চলে অভিযান জোরদার করে। ফিলিস্তিন শাসিত শহরগুলোতে ইসরাইলী অভিযানকালে প্রায়ই উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ  বেঁধে যাচ্ছে।
সশস্ত্র বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবিব কোহাভি বলেছেন, এসব অভিযানকালে প্রায় ১৫শ’ ওয়ান্টেড লোককে গ্রেফতার এবং শত শত হামলা প্রতিহত করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: