odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

সড়ক দুর্ঘটনা চাঁদপুরের কচুয়ায় স্বামী-স্ত্রী নিহত

odhikarpatra | প্রকাশিত: ১১ September ২০২২ ০৯:৩৬

odhikarpatra
প্রকাশিত: ১১ September ২০২২ ০৯:৩৬

চাঁদপুর জেলার কচুয়ায় আজ ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।দুপুরে কচুয়া-সাচার-গৌরীপুর সড়কের হাটমুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কচুয়ার বারৈয়ারা গ্রামের  ওয়াজ উদ্দিন (২৮) ও তার স্ত্রী সাবিকুন নাহার (২৫)।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল জানান, উপজেলার  বারৈয়ারা গ্রামের ওয়াজ উদ্দিন তার অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিকুন নাহারকে নিয়ে সাচার বাজারে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে যান। চিকিৎসা শেষে সিএনজি চালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে হাটমুড়া এলাকায় মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী নিহত হন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়েছে।
ট্রাক ও সিএনজি থানায় আনা হয়েছে। নিহতদের মরদেহ চাঁদপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: