odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

কানাডায় গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত

odhikarpatra | প্রকাশিত: ১৪ September ২০২২ ০৫:১৭

odhikarpatra
প্রকাশিত: ১৪ September ২০২২ ০৫:১৭

কানাডার পশ্চিম টরেন্টোয় গুলিতে একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। সোমবার একজন বন্দুকধারী এ হামলা চালালে আরো একজন নিহত হয়। আহত হয়েছে অন্তত তিনজন।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে এ কথা জানা গেছে।
অন্টারিও’র প্রধানমন্ত্রী ডগ ফোর্ড টুইটারে বলেছেন, আজকের এই কান্ডজ্ঞানহীন আক্রমনে আমি আতংকিত।
স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার আগে পুলিশ একজন সশস্ত্র ব্যক্তির বিষয়ে সতর্কতা জারি করে। এর কিছু পরেই পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কানাডায় গণসহিংতার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।



আপনার মূল্যবান মতামত দিন: