odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বজ্রপাতে ভোলায় এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ১৭ September ২০২২ ০৫:৪৬

odhikarpatra
প্রকাশিত: ১৭ September ২০২২ ০৫:৪৬

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় আজ বজ্রপাতে স্থানীয় একটি বেসরকারি ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাকের (৪০) মৃত্যু হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,শুক্রবার দুপুরে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোলকপুর গ্রামে নিজ বাড়ির পাশে সুপারির বাগানে আকম্মিক বজ্রপাতে আহত হন আব্দুর রাজ্জাক। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন। 
তজুমদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: রফিকুল ইসলাম বাসসকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
তিনি জানান, নিহত আব্দুর রাজ্জাক আল আরাফা ইসলামী ব্যাংকের (এজেন্ট ব্যাংক) কুঞ্জেরহাট শাখায় কর্মরত ছিলেন। শুক্রবার দুপুরে বাড়ির পাশের সুপারি বাগানে আকম্মিক বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



আপনার মূল্যবান মতামত দিন: