odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বজ্রপাতে রংপুরের পীরগঞ্জে ৫ জন নিহত

odhikarpatra | প্রকাশিত: ১২ October ২০২২ ০৪:৫৬

odhikarpatra
প্রকাশিত: ১২ October ২০২২ ০৪:৫৬

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বিটিসি মোড়ে বকুল মিয়ার ইটভাটায় আজ বজ্রপাতে ৫ জন নিহত হয়েছেন। বিকেল ৩ টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধা জেলার সাদুল্ল্যাহপুর উপজেলার কবিলপুর সোনাতলা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল জলিল (৬৫), একই উপজেলার তিলকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাজমুল (২২), একই উপজেলার চকনদি গ্রামের শিরুল মিয়ার ছেলে সিয়াম মিয়া (২০), আলামিনের ছেলে শাহাদত মিয়া (২২) ও আয়নাল মিয়ার ছেলে রাশেদুল ইসলাম (২৮)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায় জানান, আব্দুল জলিল মিয়া ইটভাটায় ঘাস কাটছিলেন। অন্যরা ইট পরিবহন শ্রমিক হিসেবে মহেন্দ্র ট্রলিতে ইট তুলছিলেন। এই সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সবাই নিহত হন।



আপনার মূল্যবান মতামত দিন: