odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

ইউক্রেনে ৪০ লাখ লোক অন্ধকারে : জেলেনস্কি

odhikarpatra | প্রকাশিত: ৩০ October ২০২২ ০১:৫৩

odhikarpatra
প্রকাশিত: ৩০ October ২০২২ ০১:৫৩

ইউক্রেনে বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার অব্যাহত হামলার প্রেক্ষিতে দেশটিতে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে। বর্তমানে দেশটির প্রায় ৪০ লাখ লোক অন্ধকারে আছে বলে শুক্রবার জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। 

তিনি তার সান্ধ্যকালীন ভাষণে আরো বলেন, এই সময়ে দেশের অনেক শহর ও অঞ্চলে ব্ল্র্যাকআউট(অন্ধকার) শিডিউল চলছে। আমরা এ ধরনের ব্ল্যাকআউটের সময় কমিয়ে আনতে সবকিছু করছি।



আপনার মূল্যবান মতামত দিন: