odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

প্রতিবন্ধীদের সরকার প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পুনর্বাসিত করছে : সমাজকল্যাণ মন্ত্রী

odhikarpatra | প্রকাশিত: ১৩ November ২০২২ ০৬:১১

odhikarpatra
প্রকাশিত: ১৩ November ২০২২ ০৬:১১

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধীদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই আন্তরিক। এজন্য বর্তমান সরকার প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে প্রতিবন্ধীদের পুনর্বাসিত করছে।  

তিনি আজ শনিবার গাজীপুরের টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট’র  মৈত্রী শিল্প প্রতিষ্ঠানের ‘মুক্তা ড্রিকিং ওয়াটার অটোমেশন প্ল্যান্ট’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, সরকার সমাজের পিছিয়ে পড়া, অবহেলিত ও দুস্থ মানুষকে উন্নয়নের মূলস্রোতে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। সে লক্ষ্যে শতভাগ প্রতিবন্ধীকে ভাতা দেয়া হচ্ছে। বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এ বিশাল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা হচ্ছে।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুরুজ্জামান আহমেদ বলেন, মুক্তা পানি গুণগত মানে সেরা। মুক্তা পানি প্ল্যান্ট অটোমেশনের মাধ্যমে এ প্রতিষ্ঠানের সক্ষমতা যেমন বাড়বে তেমনি  প্রতিষ্ঠানের আয়ও বাড়বে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধী ভাতা পর্যায়ক্রমে বাড়ানো হবে। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্যান্য সুযোগ সুবিধা সম্প্রসারণ করা  হবে।
এর আগে মন্ত্রী মুক্তা ড্রিংকিং ওয়াটার অটোমেশন প্ল্য¬ান্ট উদ্বোধন ও মৈত্রী শিল্প পরিদর্শন করেন।



আপনার মূল্যবান মতামত দিন: