odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

ভূমিধসে ইতালীয় দ্বীপে ১৩ জন নিখোঁজ

odhikarpatra | প্রকাশিত: ২৭ November ২০২২ ০৮:২৭

odhikarpatra
প্রকাশিত: ২৭ November ২০২২ ০৮:২৭

ইতালীয় দ্বীপ ইসচিয়ায় ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসে শনিবার ১৩ জন নিখোঁজ হয়েছে। গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে। ফায়ার সার্ভিস প্রথম আপডেটে বলেছে, দ্বীপের উত্তরে ক্যাসামিকিওলা টারমে, ভূমিধস একটি বাড়ি গ্রাস করেছে এবং সম্ভাব্য নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান করা হচ্ছে। খবর এএফপি’র।

বার্তা সংস্থা আনসা জানায়, ভূমিধসের কাছাকাছি এলাকায় স্বামী-স্ত্রী ও একটি নবজাতক শিশুর একটি পরিবার বসবাস করতো। ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে, ভুমিধ্বসের কাদার শ্রোত সেখানে থাকা গাড়িগুলোকে পাহাড়ের নিচে টেনে নিয়ে গেছে, অন্তত একটি গাড়ি সমুদ্রে ভেসে গেলে সেখান থেকে দুইজনকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার অভিযান অব্যাহত রাখতে নেপলস উপকূলের দূরবর্তী ইসচিয়ার বাসিন্দাদের ভিতরে থাকার আহ্বান জানিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: