odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

হোয়াইট হাউস ট্রাম্পের নিন্দা করল

eric baroi babu | প্রকাশিত: ৬ December ২০২২ ০৬:৩৪

eric baroi babu
প্রকাশিত: ৬ December ২০২২ ০৬:৩৪

যুক্তরাষ্ট্রের সংবিধান বাতিলের জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। গত শনিবার নিজের প্রতিষ্ঠিত অনলাইন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ওই আহ্বান জানিয়ে ছিলেন ট্রাম্প। পোস্টে ট্রাম্প আবারও দাবি করেন, তিনিই ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছেন। ট্রাম্প ওই নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগও করেন এবং তাঁকে ক্ষমতা ফিরিয়ে দেওয়া উচিত কি না সে প্রশ্ন তোলেন।

ট্রাম্প বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের সঙ্গে যোগসাজশে তাঁর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ তোলেন।

ট্রাম্পের ওই পোস্টের পর হোয়াইট হাউস থেকে নিন্দা জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় তথা বাসভবন হোয়াইট হাউসের মুখপাত্র অ্যান্ড্রু বেটস এটিকে ‘জাতির অন্তঃকরণের ওপর আঘাত’ বলে মন্তব্য করেন। বেটস এক বিবৃতিতে বলেন, ‘শুধু জিতলেই আপনি দেশকে ভালোবাসবেন তা হতে পারে না।’ সব মহল থেকেই ট্রাম্পের মন্তব্যের নিন্দা হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

অনেক জ্যেষ্ঠ ডেমোক্র্যাট নেতা রিপাবলিকানদের চ্যালেঞ্জ জানিয়েছেন। এরিক সোয়ালওয়েল প্রশ্ন তোলেন, এই (ট্রাম্পের) মন্তব্যের নিন্দা না জানালে দলের (রিপাবলিকান) সদস্যরা কিভাবে আর নিজেদের ‘সাংবিধানিক রক্ষণশীল’ বলে দাবি করবেন।

সূত্র- বিবিসি



আপনার মূল্যবান মতামত দিন: