odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

লাকসামে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

odhikarpatra | প্রকাশিত: ১৮ December ২০২২ ০৯:৪৬

odhikarpatra
প্রকাশিত: ১৮ December ২০২২ ০৯:৪৬

কুমিল্লা (দক্ষিণ), ১৭ ডিসেম্বর, ২০২২  : জেলার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজারে আজ সকাল ১০টায় স্মাইল ফাউন্ডেশন কার্যালয়ের সংলগ্ন মাঠে স্মাইল ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, চিকিৎসা সহযোগিতা ও কম্বল বিতরণ করা হয়। 

স্মাইল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আফজাল খান বাসসকে বলেন, উপজেলার ১২০ জনকে শীতবস্ত্র (কম্বল), ১৫ জনকে হুইলচেয়ার, ৩ জন কে কর্ণার চেয়ার, ২জন কে ওয়াকার, ২ জনকে স্ট্রান্ডিং ফ্রেম, ও ১৮ জনের মাঝে চিকিৎসা সেবা ও আর্থিক সহায়তা প্রদান করার পাশাপাশি ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাসিক চিকিৎসা ভাতা ঘর নির্মাণ ও টিউবওয়েল বসানোর জন্য আর্থিক সহযোগিতা করা হয়। 
এ সময় উপস্থিত ছিলেন, স্মাইল ফাউন্ডেশনের চেয়ারম্যান মেম্বার মোয়াজ্জেম হোসেন, মুদাফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইদুর রহমান, স্মাইল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আফজাল খান, মুফতি আব্দুল্লাহ আল মুতালিব, দেলোয়ার হোসেন লিটন, মহসিন মিয়া মাসুদ ও সোলাইমান আশিক প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: