odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ভোলায় ডুবে যাওয়া তেলবাহী জাহাজ উদ্ধার অভিযান শুরু

odhikarpatra | প্রকাশিত: ৩০ December ২০২২ ০৬:৫৫

odhikarpatra
প্রকাশিত: ৩০ December ২০২২ ০৬:৫৫

ভোলা, ২৯ ডিসেম্বর, ২০২২  : জেলার উপজেলা সদরের মেঘনা নদীতে জালানি তেল নিয়ে ডুবে যাওয়া কার্গো জাহাজ সাগর নন্দিনী-২ এর উদ্ধার অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে উদ্ধারকারী বার্জ হুমায়ারা ও জহুর এর মাধ্যমে উদ্ধার কাজ চলছে। নৌ পুলিশ, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ’র ডুবুরী ও বিশেষজ্ঞ দল উদ্ধার কাজ চালাচ্ছে। বিআইডব্লিউটিএ’র যুগ্ন-পরিচালক (উদ্ধার) মো. আব্দুস সালাম বাসস’কে জানান, বিআইডব্লিউটিএ’র নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে আজ সকাল থেকে আমাদের উদ্ধার অভিযান শুরু হয়েছে। প্রথম দিনে প্রাথমিক পর্যায়ের কাজ চলছে। ঘন কুয়াশা ও নদীতে স্রোত থাকার কারণে উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। আশা করছি আগামী ২/৩ দিনের মধ্যে উদ্ধার কাজ সমাপ্ত করা যাবে। তিনি আরো বলেন, দেশীয় পদ্ধতিতে জাহাজটি তোলার কাজ চলছে। জাহাজটিতে কি পরিমাণ তেল ছিলো এবং কি পরিমাণ নদীতে ভেসে গেছে সে ব্যাপারে আমাদের তদন্ত চলছে। তদন্ত শেষে পুরো বিষয়টি নিশ্চিতভাবে বলা যাবে বলে জানান তিনি। এদিকে নদীতে ছড়িয়ে পড়া তেল থেকে নদী দূষণ রক্ষায় কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল ল্যামের সংযোজিত অত্যাধুনিক বোটের সাহয্যে পানি হতে তেল অপসারণের কাজ চালাচ্ছে। অপরদিকে এই ঘটনায় সোমবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহাকে প্রধান করে ৯ সদস্য’র একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। ৭ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে রোববার ভোর রাতের দিকে চট্রগ্রাম থেকে ১১ লাখ ৫০ হাজার লিটার জ¦ালানি তেল নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছিল পদ্মা ওয়েল কোম্পানির সাগর নন্দিনী-২ নামের কার্গো জাহাজটি। পথিমধ্যে ভোলার সদরে তুলাতুলি পয়েন্টে ঘন কুয়াশার কারণে অপর একটি জাহাজের সাথে ধাক্কা লেগে ডুবে যায় জাহাজটি।



আপনার মূল্যবান মতামত দিন: