odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

জামায়াতের তিন নেতা-কর্মী রিমান্ডে 

odhikarpatra | প্রকাশিত: ২ January ২০২৩ ০৮:৩৫

odhikarpatra
প্রকাশিত: ২ January ২০২৩ ০৮:৩৫

ঢাকা, ১ জানুয়ারি, ২০২৩  : রাজধানীর শাহজাহানপুর থানার মামলায় জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মীর দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রিমান্ডভূক্তরা হলেন, শাহজাহানপুর থানার জামায়াতে ইসলামীর সাবেক জেনারেল সেক্রেটারি মোশারফ হোসেন চঞ্চল, সদস্য শেখ মহম্মদ মাসুদ ও মো. খালেদ হোসেন খান। 
রোববার তিন আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রট সৈয়দ মোস্তফা রেজা নূর তাদের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 
মামলার সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর বেলা তিনটার দিকে জামায়াতে ইসলাম বাংলাদেশ ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা রাজধানীর মৌচাক এলাকায় হঠাৎ মিছিল বের করেন। এ সময় তারা সরকার পতনের স্লোগান দিতে থাকেন। মিছিলকারীরা সবাই সশস্ত্র অবস্থায় ছিলেন। শাহজাহানপুর এলাকায় মিছিল থেকে তারা গাড়ি ভাংচুর শুরু করে। এতে  বাধা দেয়া হলে তারা হত্যার উদ্দেশ্যে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।



আপনার মূল্যবান মতামত দিন: